মো:- আতাউর রহমান ( মতলব উত্তর প্রতিনিধি):
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়নে সানকিভাঙ্গা গ্রামে গভীর রাতে ৪৮ থেকে ৫০টি ড্রেজানরের পাইপ ভাঙার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে।
জানা গেছে, সানকিভাঙ্গা গ্ৰামের শেখ ফরিদ মল্লিক দীর্ঘদিন ধরে ড্রেজারের ব্যবসা পরিচালনা করে আসছেন। রাতের আঁধারে কে বা কারা ড্রেজারের পাইপগুলো ভেঙে ফেলেছে। তা এখনও জানা যায়নি।
শেখ ফরিদ মল্লিক বলেন, গভীর রাতে ড্রেজারের ৪৮ থেকে ৫০টি পাইপের মাঝ খান থেকে ভেঙে ফেলেছে। যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। কে বা কারা এই পাইপ ভেঙেছে তা আমার সঠিক জানা নেই। দীর্ঘ দিন ধরে মল্লিক ড্রেজার দিয়ে অল্প লাভে এই ব্যবসা করে আসছি আমি। অনেকে বেশি রেডে ব্যবসা করছে। এখানে একটি সিন্ডিকেট রয়েছে তাদের সঙ্গে তাল মিলিয়ে কেন ব্যবসা করি না, সে কারণে এটা করতে পারে বলে আমার ধারণা।
তাই আমার এত বড় ক্ষতি করেছে তারা । আমি এর সুষ্ঠু বিচার চাই।
দীপু সরকার বলেন, আমি শেখ ফরিদ মল্লিকের কাছ থেকে কম রেটে ঈদগাহ জন্য বালু নিয়েছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে সত্যি দুঃখজনক। এমন ভাবে পাইপগুলো ভেঙে দিয়েছে যা সারানোর মতো কোনো সুযোগ নেই। এই ধরনের মানুষের কঠিন বিচার হওয়া উচিত।
এ ব্যপারে সমাজসেবক সামাদ বেপারী বলেন, বিষয়টা আমি শুনেছি। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছে তথ্য উদঘাটনের চলছে। যারাই এই কাজ করেছে কোনো রকমই ঠিক করেনি। এদের কঠিন শাস্তি হওয়া উচিত।
শাহিন প্রধান বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। দোষীদের শাস্তি দাবি করছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।