নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কামরুল হাসনাত মিন্টু প্রায় ২ মাস যাবত জেল হাজতে আটক থাকায় অত্র ইউনিয়নের জনসাধারনের কোন জন্মনিবন্ধন, এনআইডি কার্ড / সংশোধন, ওয়ারিশান ও চারিত্রিক সার্টিফিকেট সহ অন্যান্য সেবা না পাওয়ায় সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ওয়ারিশান সার্টিফিকেট প্রয়োজন হওয়ায় জমি জমা সংক্রান্ত খাজনা রশিদ সংগ্রহ করতে না পারায় জমি রেজিষ্ট্রি ও নামজারি করা সম্ভব হচ্ছে না। ফলে সরকারও এ খাতে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। খারুয়া ইউনিয়ন পরিষদের সেবা বঞ্চিত জনসাধারণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় সাংবাদিকদের নিকট অভিযোগ করে জানান, গত ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ (প্রায় ২ মাস) একটি মামলায় তাকে ময়মনসিংহ জেলা শহর থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এর পর থেকেই চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়নের জনগণ পরিষদের সেবা না পাওয়ায় চরম দূগর্তিতে পড়তে হয়েছে। এছাড়াও খারুয়া ইউনিয়নের উন্নয়নমূলক কাজ ব্যাহৃত হচ্ছে। এব্যাপারে ইউনিয়ন বাসী জরুরী ব্যক্তিতে ইউনিয়ন পরিষদে সরকারীভাবে প্রশাসক নিয়োগ করে জনগণের দূর্ভোগ লাগবের জোরদাবী জানিয়েছেন। উক্ত বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খারুয়া ইউনিয়ন পরিষদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হয়েছে। অচিরেই উক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।