ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
majedur
এপ্রিল ৮, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ৯ টায় বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আল এমরান খাঁন।

বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক বেপারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ মজিবুর রহমান ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফারুকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তবয় রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ শরিফ খান, সদস্য জি এম মাসুদ রায়হান, সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ আলাউদ্দিন তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম বাবু, জিএম জহির, বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন কাজী,সাবেক সাধারণ সম্পাদক হাফেজ অলিউল্যাহ, ফরক্কাবাদ ডিগ্রী কলেজেরে প্রফেসর মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বালিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম মিয়াজি, সাংগঠনিক সম্পাদক হারুন পাটওয়ারী, সাদল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ শাহাদাত হোসেন মারুফ, বালিয়া যুবদলের সভাপতি ইজাজ তালুকদার, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার মাহমুদ, সদর উপজো ছাত্রদলের সহসভাপতি আল আমিন মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম নোমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবউল্লাহসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সুধী মহল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীদের কে সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান করা হয়। এবং বিদায়ী এসএসসি পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর বালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ১ থেকে ৯ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় তাদের মাঝে এক আনন্দগন পরিবেশের সৃষ্টি হয়।

Don`t copy text!