সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:-
ফেনীর ছাগলনাইয়া শুভপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করৈয়া বহুপ্বার্শিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি- ২০২৫ পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মো. এনামুল হক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির আহমেদ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. মিরাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শাহজাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী নাজিফা সুলতানা।
পরিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি ও বিদ্যালয়ের সভাপতি মো. এনামুল হক বলেন, বিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রাখতে শতভাগ পাশ করবে এটাই মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। এ পরিক্ষার মধ্যে দিয়ে তোমাদের জীবনের পথ চলা আরো একধাপ এগিয়ে যাবে।উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের মুখ উজ্জ্বল করবে এটাই প্রত্যাশা করি।
আলোচনা সভা শেষে সহকারী শিক্ষক এইচএম হাফেজ উদ্দিনের পরিচালনা পরিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে পরিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র সহ শিক্ষা উপকরণ তুলে দেন আগত অতিথিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. বেলায়েত হোসেন, নুরুল আমিন, মো. আলীম উল্যাহ্, নুরুল আবছার, ওমর ফরহাদ, মো. মহিদুল ইসলাম, আলাউদ্দিন, মোশারফ হোসেন, আরিফুল ইসলাম, সাংবাদিক সাখাওয়াত হোসেন, সেপাল নাথ সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।