মোঃ হোসেন গাজী।।
পবিত্র ঈদুল ফিতর পরবর্তী লক্ষীপুর ইউনিয়নবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও চাঁদপুর হকাস মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মৃধা।
সোমবার ৭ এপ্রিল বিকালে চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষ থেকে তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকার গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণ ও ব্যবসায়ীদের সাথে কূশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সোহেল মৃধা, ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মৃধা, ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির উকিল,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শরিফ মৃধা, ওয়ার্ড যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল খান, স্বেচ্ছাসেবক দলের নাজির হোসেন ও এলাকাবাসীর মধ্যে বিল্লাল হোসেন মৃধা টেলু খান, বিল্লাল খান জাহাঙ্গীর খান, জাকির খান মাসুদ উকিলসহ অসংখ্য নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।