হাইমচর চাঁদপুর প্রতিনিধি,
ফরিদগঞ্জে ভাই হয়ে আপন ভাইয়ের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর ৪ নং ওয়ার্ডের আব্দুস সাত্তার গাজীর বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেশীশক্তি ব্যবহার করে দীর্ঘ ৫০ বছরেরও বেশি পুরনো চলাচলের একমাত্র বাড়ির পথ বন্ধ করে দিয়েছেন তিনি।
সরোজমিনে গিয়ে দেখা যায় মৃত হাজী আলী আকবর গাজীর ৬ ছেলের মধ্যে তিন ছেলে মৃত আবুল বাশার মৃত দেলোয়ার গাজী আহম্মদ উল্যাহ গাজী একই বাড়িতে বসবাস করে আসছেন। সাত্তার গাজী সহ বাকি দুই ভাই তাদের পৈত্রিক সম্পত্তির উপর অন্যত্র বাড়ি করে বসবাস করে আসছেন। সাত্তার গাজী অন্যত্র বসবাস করলেও তারই আপন তিন ভাইয়ের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি বাঁশের খুটি দিয়ে দুইদিন যাবত আবদ্ধ করে রেখেছেন। এতে করে ভাই ভাতিজা ও আত্মীয়-স্বজনসহ প্রায় ১০০ জন সদস্যের পথ অবরুদ্ধ করা হয়।
ভুক্তভোগী পরিবারের মধ্যে মৃত আবুল বাশারের ছেলে মহসিন গাজী ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ্য করেন, স্থানীয় বিচার সালিশ অমান্য করে তিনি আমাদের উপর জুলুম অত্যাচার করে হুমকি-ধমকি প্রদর্শন করেন। এবং আমাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া আমরা বিপাকে পড়েছি।
এ বিষয়ে আহমদ উল্লাহ গাজী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ভাই জোর-জবরদস্তি করে আমাদের উপর জুলুম অত্যাচার করে আসছে। বাবার সম্পত্তি আমরা সকলেই সমান মালিক। কিন্তু তিনি অন্যায় ভাবে আমাদের এই পথ আটকে দিয়েছেন।
এলাকাবাসীর মধ্যে লিটন ও রমিজ উদ্দিন জানান, দীর্ঘদিনের চলাচলের পথ এভাবে বাঁশের বেড়া দিয়ে আবদ্ধ দেওয়া সত্যিই দুঃখজনক ব্যাপার।
অভিযুক্ত আব্দুস সাত্তার গাজীর সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, আমার পৈত্রিক সম্পত্তি ওই বাড়িতে রয়েছে সে কারণেই আমি বেড়া দিয়েছি।
এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদ গাজীর সঙ্গে কথা বললে তিনি জানান, চলাচলের পথ আবদ্ধ দেওয়া এটি বেআইনি কাজ। তবে এর চেয়ে বেশি আমি আর কিছুই বলতে পারব না।