সেপাল নাথ (ছাগলনাইয়া-ফেনী)প্রতিনিধি
ফ্যাসিবাদের দোসরদের কোথাও ঠাঁই হবে না মন্তব্য করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, ছাত্র জনতার হত্যাকারী, লুটেরা, মাফিয়াতন্ত্রের জনক শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে অপ্রাসঙ্গিক হয়ে যাবে।
তিনি রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাধানগর ইউনিয়ন জঙ্গলমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মজনু বলেন আজকে অনেক হাইব্রিড নেতাকর্মী বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে। অনেক ত্যাগী নেতাকর্মী বছরের পর বছর ফেরারি জীবনযাপন করেছে। কিন্তু যারা লোভ সামলাতে পারবে না তারা বিএনপি করতে পারবে না। যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল না, তারা বিএনপিতে কোনো পদ-পদবী পাবে না।
রাধানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব এর সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব ইউছুপ মজুমদার, সদস্য সচিব কাজী আবদুল লতিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির আহাম্মদ খোকন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মশিউর রহমান খোকন, মহামায়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল করিম লিটন, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএম কায়সার এলিন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান মজুমদার আজাদ, যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়া, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন জয়, সদস্য সচিব আলমগীর হোসেন,সাবেক ছাত্র নেতা ফজলুল বারী মহসিন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মুন্সি শহীদ উল্লাহ, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা আক্তার রুমা,পৌর শ্রমিক দলের সভাপতি হোনামিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক শহীদ রানা,সদস্য সচিব সুমন খন্দকার, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক আনোয়ার, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মানিক ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমূখ।
এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার ও সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীবের উদ্যোগে পানির পিপাসা মেটানোর লক্ষ্যে আগত শত শত দলীয় নেতাকর্মীদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেন।