যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
সাধুবাবার জীবন ও দর্শন মানব
কল্যাণের এক উজ্জ্বল পথপ্রদর্শক
আলোচনা সভায় বক্তারা বলেন -শ্রীমৎ তারাচরণ পরমহংস দেব ছিলেন এক মহাপুরুষ, যিনি মানবকল্যাণের জন্য নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছিলেন। তাঁর বাকসিদ্ধতা ছিল অবিশ্বাস্য, তিনি অতীত ও ভবিষ্যত দেখতে পারতেন এবং অনেক ঘটনার পূর্বাভাস দিতে সক্ষম হতেন। দীর্ঘ সময় তিনি আহার ও নিদ্রা ত্যাগ করেছিলেন, শুধুমাত্র আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করতেন। তাঁর দয়া, মানবপ্রেম এবং আত্মনিয়ন্ত্রণের জন্য তিনি আজও সমগ্র মানবজাতির জন্য এক অনুপ্রেরণা। সাধুবাবার জীবন ও দর্শন মানব কল্যাণের এক উজ্জ্বল পথপ্রদর্শক।
রাউজান পশ্চিম গুজরাস্থ শ্রীশ্রী কৈলাসেশ্বরী কালী মন্দির ও সাধু তারাচরণ সেবাশ্রমের আয়োজনে শ্রী তারামঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সত্যমন্ত্রের মহাঋষি মানবপ্রেমী মাতৃ সাধক সাধু বাবা শ্রীমৎ তারাচরণ পরমহংসদেবের ১৪৬ তম আবির্ভাব তিথি ও বাসন্তী পূজা। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয় ৩ এপ্রিল বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত, নৃত্য, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গীতি আলেখ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান,
অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও আলোচনা সভায় অনুষ্ঠানে বক্তরা একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা বোয়ালগাঁও ব্রহ্মমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ তারাচরণ সাধুর ১৪৬ তম আবির্ভাব তিথি উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি ধর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধসমুনি আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। মহান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা আয়কর আইনজীবী দিলীপ কুমার ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয় নারায়ন বনিক, যশী চৌধুরী (মরণোত্তর), বিজয় কৃষ্ণ বণিক, সিদুল কান্তি ধর, দুলাল চন্দ্র ঘোষ ও এড. সুশীল কুমার দাশ।
শিক্ষাবৃত্তি প্রদান করা হয় দীপন স্মৃতি শিক্ষাবৃত্তি ৪ জন, সতীশ কুঞ্জ স্মৃতি শিক্ষা বৃত্তি ৭ জন, স্বপ্না বণিক স্মৃতি শিক্ষাবৃত্তি ১৩ জন, এবং গৌরী ঘোষ স্মৃতি শিক্ষাবৃত্তি ২ জন শিক্ষার্থীকে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নোটন প্রসাদ ঘোষ, দীপ্ত দাশ ও পরমেশ ধর। স্বাগত বক্তব্য রাখেন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী সঞ্জয় বনিক। বক্তব্য রাখেন শ্রীশ্রী কৈলাসেশ্বরী কালী মন্দির ও সাধু তারাচরণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী মাখন বনিক, সাধারণ সম্পাদক স্কাইল্যাব দে, বাসন্তী পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক কাঞ্চন ঘোষ।
এই পবিত্র ও আনন্দমুখর অনুষ্ঠানে বহু ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল। তারা একযোগে মাতৃসাধক শ্রীমৎ তারাচরণ পরমহংসদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই অনুষ্ঠানটি শুধু ধর্মীয় ভাবনা ও আধ্যাত্মিকতার পরিচয় নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের সম্মানিত করার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির প্রচারও করেছে।