ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কমলনগর ফাউন্ডেশন এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত।

প্রতিবেদক
majedur
এপ্রিল ৫, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম কমলনগর, লক্ষ্মীপুর।

আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমলনগর ফাউন্ডেশন’ এর ২০২৫-২০২৮ সেশনের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধা কমলনগর ফাউন্ডেশন অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা এ আই তারেক সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সদস্য কমলনগর রিপোর্টাস ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, চর ফলকন মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাকছুদুর রহমান এবং হাজির হাট বনিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক কমলনগর ফাউন্ডেশন ২০২৫ – ২০২৮ সেশন সাধারন পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করেন এবং নতুন কমিটির কার্যকরি পরিষদের সকল সদস্যকেও ফুল দিয়ে বরণ করেন নেন।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান বলেন, মানব কল্যাণে ‘কমলনগর ফাউন্ডেশন কে আরো কার্যকরি ভূমিকা পালন করতে হবে। সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য তাদের বক্তব্যে বলেন, মানব কল্যাণে কাজ করে যাবে ‘কমলনগর ফাউন্ডেশন’। মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে এই সংগঠন।
সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বলেন, সংগঠনের সকল সদস্য নিজেদের সামর্থের মধ্যে থেকেই মানুষের পাশে থাকবে।
সংগঠনের উপদেষ্টা সদস্য ইসমাইল হোসাইন বিপ্লব বলেন, মানব সেবাই এই সংগঠনের এর মূল কাজ। ন্যায় নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করতে নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান তিনি।
উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, নিজের ঘর থেকেই মানব সেবা শুরু করা উচিত। মানব সেবা করতে গিয়ে নিজের বাবা-মা বা পরিবারকে কোনোভাবেই অবহেলা করা চলবে না।সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ওমর ফারুক বলেন, মানব কল্যাণের পাশাপাশি নিজের জীবনগঠনেও দায়িত্বশীল হতে হবে নতুন কমিটির সদস্যদের। মানব সেবার পাশাপাশি নিজেদের উন্নত চরিত্র গঠন ও ইবাদত পালনে জোর দেন তিনি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ আই তারেক বলেন, যে মাটি থেকে আমরা উঠে এসেছি সেই মাটির প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে। সংঘবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করলে সেটি সামজের জন্য বেশি কার্যকরী হয়। মানব সেবায় তাই কমলনগর উপজেলার সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনি: সহ সভাপতি মো ফয়েজ মাহমুদ, সহ সভাপতি মো: সিরাজুল ইসলাম, মো: দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক-মো.জাফর আহমেদ, মো: রুবেল মাতাব্বর, মো: আরাফাত আল মাহমুদ,সাংগঠনিক সম্পাদক ও যুব ফাউন্ডেশন সমন্বক কাউছার আহমেদ নিশাদ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার মিঠু, মো: হাসান,শিক্ষা ও ছাত্র কল্যান সম্পাদক মো: শামীম রনি,অর্থ সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: হাসান হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম এইচ চান গাজী, প্রশিক্ষন ও কর্মস্থান সম্পাদক মো: জাহিদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ ফারাবী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাকছুদুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মো: নুর হোসেন, সহ আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শীবাস মজুমদার, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন সহ কমলনগর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Don`t copy text!