এ্যড: মো:ইমাম হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দক্ষিণ পূর্ব রাজারগাঁও তালুকদার বাড়িতে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আসে বৃদ্ধ ইদ্রিস তালুকদার নামে । ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত ইদ্রিস তালুকদার (৬০) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির এবং একই বাড়ির প্রতিবেশী কবির মিয়ার বড় মেয়ের সাথে এই ঘটনা ঘটে।
গতকাল বুধবর এপ্রিল আসরের নামাজের পরে এই ঘটনা ঘটে বৃদ্ধ নিজ গৃহে ডেকে নিয়ে ধর্ষণ করে ।
শিশুটির মা শান্ত আক্তার জানান আমার মেয়েকে আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করি পাইনি পরে যখন ওদের বিল্ডিং এর কাছে গিয়েছি অনেকক্ষণ ডাকাডাকির পরে আমার মেয়ে চিৎকার দিয়ে উঠে ।
পরে আমি বলি তাড়াতাড়ি আসতে পরে আসে এবং সবকিছু বলে আমার সাথে ইদ্রিস তালুকদার বড় দাদু হিসাবেই চিনি তিনি খারাপ কাজ করেছে এবং বিস্তারিত বলেছে।
তখন আমি এলাকাবাসী ও সবাইকে জানাই । পরিবারকেও জানাই । পরিচিতি টের পেয়ে ধর্ষণকারী বৃদ্ধ ইদ্রিস তালুকদার । বাড়ি থেকে পালিয়ে যায় এখনো সে পালাতক রয়েছে ।
ওই শিশুটি বর্তমানে তার মা ও নানির তত্ত্বাবধানে একটি হসপিটালে চিকিৎসা নিচ্ছে।
শিশুটির মা সংবাদমাধ্যমকে জানান এখন পর্যন্ত কোন ধরনের থানায় এবং মামলা করা হয়নি এলাকার অনেকে এসেছে মীমাংসা করার জন্য এমনকি তাদেরকে হুমকি এবং চাপ দিচ্ছে বিভিন্নভাবে। আমার অনুরোধ আমি যেন ন্যায় বিচার পাই আমার সন্তানের ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক চাই
এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় জানানো হয়নি
ধর্ষণকারী অভিযুক্ত ইডি তালুকদার পলাতক রয়েছেন।