মোঃ হোসেন গাজী।।
“তারুণ্যে উদ্ভাসিত, অর্থ-সামাজিক উন্নয়নে, সম্প্রীতির বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, নবীন সমাজ কল্যাণ পরিষদ ঈদ পূর্ণমিলনী ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
২ এপ্রিল মঙ্গলবার সন্ধায় নবীন সমাজ কল্যাণ পরিষদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইতুর রফিক জামে মসজিদ ও হাইমচর আল- হেরা মডেল মাদ্রাসার সভাপতি ও
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক হাজ্বী মোহাম্মদ আলী গাজী, দুর্গাপুর স্কুল এন্ড কলেজের সহকারী ইংরেজি শিক্ষক উপদেষ্টা আবদুর রহমান, উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাদির রাড়ি, মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ আহমেদ গাজী, নবীন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনির হোসেন
বাইতুর রফিক জামে মসজিদ ও হাইমচর আল-হেরা মডেল মাদ্রাসার সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রনি অনুষ্ঠানে অসহায় ব্যক্তির চিকিৎসায় একটি অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা দেলোয়ার গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বেপারী, সহ সাংগঠনিক সম্পাদক মির্জা মিনার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মৃধা, ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর, মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।