ঢাকাবুধবার , ২ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে সাংবাদিকপুত্র যিয়ানকে প্রেসক্লাবের সংবর্ধনা।

প্রতিবেদক
majedur
এপ্রিল ২, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

সিরাজুল ইসলাম কমলনগর (লক্ষ্মীপুর)  উপজেলা সংবাদদাতা

লক্ষ্মীপুরের কমলনগরে সিনিয়র সাংবাদিক ও  শিক্ষানবীশ আইনজীবী মোহাম্মদ সাজ্জাদুর রহমানেরপুত্র আহমেদ শেহজাদ যিয়ানকে সংবর্ধনা দিয়েছে কমলনগর প্রেসক্লাব।

মঙ্গলবার দুপুর ১২ টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। কমলনগর প্রেসক্লাবের অন্যতম নির্বাহী সদস্য রামগতি যুগান্তর প্রতিনিধি ও মেঘনার পাড় পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের একমাত্র পুত্র আহমেদ শেহজাদ চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।হাজার হাজার প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে অত্যন্ত কঠিন ভর্তি পরীক্ষাযুদ্ধ, কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে ছোট্ট যিয়ান অনন্য মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন।তাঁর এ সাফল্যে কমলনগর প্রেসক্লাব তাঁকে অনুপ্রেরনা ও মেধার স্বীকৃতি স্বরূপ সংবর্ধনার আয়োজন করে থাকেন।প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজির হাট কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজির হাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী,চর জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ সোলাইমান চৌধুরী,সংবর্ধিত ছাত্র আহমেদ শেহজাদ যিয়ান,যিয়ানের বাবা সাংবাদিক সাজ্জাদুর রহমান, প্রেসক্লাব উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কাজী মুহাম্মদ ইউনুছ, উপদেষ্টা ছাইফুল্লাহ হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এ আই তারেক,আজমাদ হোসেন আমু,এডভোকেট ফখরুল ইসলাম মাহমুদ,মোহাম্মদ ইবরাহীম,এজিএম ইবরাহীম,ইবরাহীম সুলতান,মোহাম্মদ শরীফ,জামাল উদ্দিন,আহমদ শরীফ,নুর হোসেন,মোঃসিরাজুল ইসলাম,মোঃ নুরনবী,আবদুর রহমান বিশ্বাস,সাইফুল্লাহ মনির,বুয়েটের মেধাবী শিক্ষার্থী মোঃ শাওন প্রমুখ।

আলোচনায় অংশ নেয়া বক্তাগণ শেহজাদের অভাবনীয় সাফল্যে গর্ববোধ ও উচ্ছ্বাস প্রকাশ করে তার এ সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশসেরা হয়ে ভবিষ্যতে দেশের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর জন্য অনুপ্রেরণা দেন এবং আন্তরিকভাবে দোয়া করেন।সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া ছোট্ট শেহজাদ তার বক্তব্যে  সফলতার প্রথম ধাপ বা সুূচনালগ্ন উল্লেখ করে এ সূচনার অবদান তাঁর বাবা মা ও শিক্ষকের নিরন্তর প্রচেষ্টা আর দোয়া ছিল বলে জানায়।

উল্লেখ্য,শেহজাদ প্রাথমিক শিক্ষা লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত কাকলি স্কুল থেকে ৫ম শ্রেণি শেষ করে রাজধানী রাজউক উত্তরা স্কুল এন্ড কলেজ থেকে ৬ষ্ঠ শ্রেণি সম্পন্ন করে থাকে।

 

Don`t copy text!