সাগর চন্দ্র স্বপন, সংযুক্ত আরব আমিরাত।
সন্দ্বীপ সোসাইটি আবুধাবীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ-২০২৫ এর আয়োজন করা হয় গত ৩১ মার্চ ২০২৫ শারজাহ এর আল মাদাম পাবলিক পার্কে। আমিরাতের সাতটি অঙ্গরাজ্যে বসবাসরত তিন শতাধিক সন্দ্বীপ প্রবাসী এই আনন্দ ভ্রমণে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে আল মাদাম পার্ক প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
সারাদিন বিভিন্ন খেলাধুলা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে আমিরাতে বসবাসকারী সন্দ্বীপবাসী দিনটি আনন্দের সাথে উদযাপন করেন। সন্দ্বীপ সোসাইটি আবুধাবীর সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ এবং কমিউনিটি নেতারা বক্তব্য রাখেন।
সন্দ্বীপ সোসাইটি গত পাঁচ বছর ধরে মানবতার সেবায় ও প্রবাসীদের জন্য কাজ করে আসছে। করোনা মহামারীর সময় হাজারো মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছে। সোসাইটির উদ্যোগে বিগত বছরগুলোতে প্রবাস থেকে মৃতদেহ দেশে পাঠানো হয়েছে। গত পাঁচ বছরের প্রত্যেক রমজানে সন্দ্বীপে প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সোসাইটি কতৃপক্ষ।
এ সময় বক্তারা আরো বলেন, সন্দ্বীপ সোসাইটি গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে। চিকিৎসা, শিক্ষাসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও জানান বক্তারা।
দিনভর আনন্দ আয়োজনের মধ্যে ছিলো ছেলেদের মোরগ লড়াই, বালিস লড়াই, হাড়িভাংগা, কুইজ, র্যাফেল ড্র, সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা ও বিশেষ আকর্ষণ শক্তির লড়াই (রশি টানাটানি)। কর্মসূচি শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সোসাইটি কতৃপক্ষ ও কমিউনিটি নেতৃবৃন্দ।
সন্দ্বীপ সোসাইটির আবুধাবীর সভাপতি মোহাম্মদ আবদুল মতিন, সহ-সভাপতি তাজুল ইসলাম রুস্তম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক খবির উদ্দিন বাবর, শাহাদাত হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক আখতার হোসেন রুবেল এবং কমিউনিটি নেতাদের মধ্যে আলআইন থেকে আক্তার মাহমুদ রিপন, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান, ওমর ফারুক, দুবাই থেকে সাহাবুদ্দিন, মাকছুদ, মাঈনউদ্দিন, রাশেদ, জোবায়ের, শারজাহ থেকে গোলাম মোস্তফা, আজমান থেকে শাহাদাত পাটোয়ারী ও সমীর আহমেদসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।