সিরাজুল ইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি-
লক্ষ্মীপুরের কমলনগরে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হিসাবে সোমবার সকাল ৮টায় উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হাফেজ মোহাম্মদ মানসুর।
এখানে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামানের উপস্তিতিতে আরো অংশগ্রহণ করেন সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠুসহ সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ মুসল্লিরা ঈদুল ফিতরের দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায় করেন। নামাজ শেষে ঈদ জামাতে আসা মুসল্লিরা কোলাকুলি করেন। তারা পরস্পর সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ঈদগাহে প্রধান জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির স্বার্থে সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষার ডাক দেওয়া হয়। এছাড়া ফিলিস্তিনি মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
ঈদুল ফিতরের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর দরবারে প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের রুহের মাগফেরাত কামনার জন্য মহানগরীর বিভিন্ন গোরস্থানে যান এবং কবর জিয়ারত করেন।
মোনাজাতের আগে নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান সকলের উদ্দেশ্য বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেনো অন্যকারো বিরক্তির কারন না হই। সবাই খেয়াল রাখবেন সমাজে যেনো অসামাজিক কোন কাজ না হয়।
সিরাজুল ইসলাম
কমলনগর, (লক্ষ্মীপুর)প্রতিনিধি
০১৭৮৩৩৫৪৩০৫
৩১-০৩-২০২৫