রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাপাহার উপজেলা সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাপাহার উপজেলার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখা
এক শুভেচ্ছা বার্তায় শফিকুল ইসলাম বলেন, সারা মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হোক পারস্পারিক ভ্রাতৃত্ববোধ।
ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।