ইঞ্জি: রুহুল আমিন
দৈনিক বাংলার অধিকার , সংযুক্ত আরব আমিরাত
বিশ্বের বিভিন্ন দেশের মতো মধ্যপ্রাচ্যেও আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মসজিদে সকাল ৬:৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সবাই ঈদের আনন্দ উপভোগ করেন।
প্রবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রবাসীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, আয়োজন করেন দেশীয় খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। যদিও পরিবার-পরিজন থেকে দূরে থাকার কারণে অনেকের মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করে, তবে একতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে তারা ঈদের আনন্দকে রঙিন করে তোলেন।