সেপাল নাথ,ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারন সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার পশ্চিম মধুগ্রাম ভূঁইয়া বাড়ী প্রাঙ্গণে এক হাজার দুস্থ অসহায় ও দুখী নারী, পুরুষ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মধুগ্রাম জিনারহাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সামছুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য মো. হানিফ পাটোয়ারী আপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারন সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, সদস্য সচিব হুমায়ুন খন্দকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক বাবুল, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শহীদ সরকার, সাবেক ছাত্র নেতা আবদুল কাদের জিলানী, আবুল বশর, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সজিব প্রমূখ।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারন সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। আপনারা কোন অন্যায় কাজের সাথে জড়াবেন না। যে কাজে সমাজের মানুষ কষ্ট পায় সে ধরণের কোন কাজ করবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।