মো: আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি):
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মতলব উত্তরের ১৮টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল থেকেই এসব গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতির মাধ্যমে ঈদগাহে ঈদের জামাত সম্পন্ন করেছেন। আজ রবিবার সকাল ৯টা থেকেই ঈদের জামাত শুরু হয়। এতে দলে দলে মুসুল্লিরা অংশ নেন।
জানা যায়, মতলব উত্তর উপজেলার উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচআনী দেওয়ান কান্দি, সাড়ে পাঁচআনী, আইঠাদি পাঁচআনী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, লতুুরদী সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের একাংশ, ইসলামবাদ ইউনিয়নের মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, ওটারচর গ্রামের দেওয়ান বাগীর সমান্য কিছু ভক্তবৃন্দ, ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের একাংশ, এখলাছপুর ইউনিয়নের মধ্য এখলাছপুর (বড়ইকান্দি) গ্রামের একাংশ এবং ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়া গ্রামগুলোর একাংশ, মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
ঈদের জামাত শেষে মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম ঈদ উদযাপন করার বিষয়ে বলেন, মূলত আমরা যারা চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের মুরিদান তারা সবাই সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো আজ রবিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। এজন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি গ্রামের আবুল কালাম সরদার বলেন, আমাদের কেন্দ্রীয় মসজিদে সকাল দশটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, আমি যোগদানের পরে শুনেছি মতলব উত্তরের কয়েকটি গ্রামে ঈদুল ফিতর ও ঈদুল আজহা একদিন আগে হয়ে আসছে। প্রত্যেকে যার যার তারিকা অনুযায়ী তার ধর্মীয় উৎসব ঈদের আনন্দ উপভোগ করবে। আর এজন্য পুলিশের পক্ষ থেকে ঈদের জামাতসহ সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।