ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
majedur
মার্চ ২৮, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

সততা সম্পৃক্ততা ও সহানুভূতি এই শ্লোগানকে সামনে রেখে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন ডেলের বাজার সমাজকল্যাণ সংঘ। সংগঠনিটর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাজের অসহায় দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শতাধিক পরিবারকে শাড়ী লুঙ্গি বিতরণ করেছে সংগঠনটি। এছাড়া ৩ জন অসুস্থ ব্যক্তিতে চিকিৎসার জন্য নগদ অর্থ উপহার দিয়েছে ডেলের বাজার সমাজকল্যাণ সংঘ।

শুক্রবার ২৮ মার্চ ২০২৫ রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার ডেলের বাজার এর আশেপাশে বসবাসকারী অসহায় দুঃস্থ পরিবার গুলোর মাঝে এই উপহার পৌঁছে দেয় ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের সদস্যরা।

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের সভাপতি আল আমিন রাসেল জানান, মানবসেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সংগঠন। সমাজের দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। সমাজের জন্য আমাদের এই কার্যক্রম যাতে অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ সকল দরিদ্র পীড়িতদের প্রতি সহায় হোন। ভালো থাকুক সর্বস্তরের মানুষ।

ইতিপূর্বে আমরা অসহায় ও দুঃস্থদের মাঝে স্বাবলম্বী করন প্রক্রিয়ার অংশ হিসেবে সেলাই মেশিন, টিন, ছাগল বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা, শাড়ী লুঙ্গি বিতরণ, অসুস্থ ব্যাক্তিদের চিকিতসা সহায়তা এবং ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা দিয়েছি। এছাড়া তীব্র গরমে মানুষের মাঝে সচেতনতা লিফলেট এবং খাওয়ার স্যালাইন বিতরণ করেছি।

Don`t copy text!