রিয়াজুল হক সাগর, রংপুর।
ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ঠিক এমনি অনেক শিশু রয়েছে যাদের বাবা ও মায়েরা দিনমজুর। আবার নেই কারো বাবা, মা করে অন্যের বাড়িতে কাজ। ঈদে নতুন জামা পড়া যেনো সেই সকল শিশুদের কাছে স্বপ্ন দেখার মতো। তাদের সেই স্বপ্নকে বাস্তবতাতে বদলানোর জন্য মাত্র এক টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত এই শিশুদের মাঝে হাসি ফুটিয়ে তাদের মাঝে ঈদ আনন্দে নতুন রং লাগিয়ে দিতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর।
বৃহস্পতিবার(২৭ মার্চ) নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় রাস্তার পাশে সামিয়ানা টাঙিয়ে তারা বসিয়েছিল এক ব্যতিক্রমী শিশু পোষাকের দোকান। যেখানে তারা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ১ টাকায় ঈদের নতুন জামার ব্যবস্থা করেন। আয়োজনের মধ্যে নতুন সব ডিজাইনের শিশুদের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ছিল। আগত সুবিধাবঞ্জিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নেন। আর এভাবে মাত্র এক টাকায় ঈদ নতুন জামা পেযে খুশি সুবিধা বঞ্চিত শিশুরা। এখন ঈদ ভালই কাটবে বলে জানায় তাঁরা । মাত্র এক টাকার বিনিময়ে পছন্দের নতুন পোশাক পেয়ে খুশিতে ঝলমল করছে শহরের গোলাহাটের শিশু শবনম(৮), সুমাইয়া(৭), সাব্বির(১২), মল্লিক(৮) ও জিহাজ(৫) এর মতো অসংখ্য শিশুর। শবনম জানায়, আমরা তো কোনো উৎসবে নতুন জামা পাই না। এখানে এক টাকায় নতুন জামা দিচ্ছে শুনে ছুটে এসেছি। নিজের পছন্দ মতো ফ্রক নিতে পেরে খুব খুশি হয়েছি। সুমাইয়ার চোখেমুখেও ছিল বাঁধভাঙা আনন্দ। শুধু শবনম বা সুমাইয়া নয়, একই রকম খুশি চোখে-মুখে নিয়ে নতুন জামা হাতে পেয়েছে অসহায় অনেক শিশুরা।সংগঠনের সদস্য সামিউল, রাজা, রাব্বি জানান, সমাজে সুবিধা বঞ্চিত শিশুরা বেশিভাগ সময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না। তাই ওইসব শিশুদের ঈদ আনন্দ বর্ণিল করতেই আমরা এক টাকায় ঈদের নতুন জামা দিয়েছি। ঈদের আগের দিন চাঁদ রাত পর্যন্ত এ কর্মসূচী চলবে আমাদের। সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, মূলত সুবিধা বঞ্চিত, এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন। যেসকল শিশুদের ঈদের নতুন জামা হয়নি তারা স্বচ্ছন্দে আমাদের প্রিয় সৈয়দপুর এর দোকান থেকে মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দ মত পোশাক নিতে পারবে। তিনি আরো জানান, আমাদের সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা দিয়ে এই আয়োজন করেছে। এছাড়া পর্যায়ক্রমে আমরা শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও সেমাই চিনি দুধও দেওয়া হচ্ছে অসহায়দের জন্য। এ কার্যক্রম চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানিয়ে তিনি জানান, শিশুরা ঈদের দিন নতুন জামা পরতে পছন্দ করে কিন্তু অনেকে দারিদ্রতার কারনে পছন্দমত পোশাক নিতে পারে না। আর তাই পথশিশুদের সেই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছে সৈয়দপুরের ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনটি।