বিশেষ প্রতিনিধি/
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫’ পালন করেছে।
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫’ উপলক্ষে বুধবার(২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ “অঙ্গীকার পাদদেশ”-এ চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), চাঁদপুর, জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল), জনাব শারমিন রহমান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, চাঁদপুর, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, চাঁদপুর, আর আই পুলিশ লাইন্স, চাঁদপুর, আরওআই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।