মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ মার্চ ভৈরব বাজার বঙ্গবন্ধু সরণী এলাকাস্থ অভিজাত রেস্টুরেন্ট ফুট প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. এর সৌজন্যে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরীফুল ইসলাম।
এসময় ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর সভাপতি ডা.আব্দুল্লাহ-আল-মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. বুলবুল আহম্মদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর উপদেষ্টা সদস্য ডা. আবুল কাশেম, ডা. জালাল উদ্দিন, ডা. আজিজুল হক স্বপন, সংগঠনের সহ-সভাপতি ডা. হরিপদ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফেরদৌস হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল আউয়াল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. আশিক হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ডা. মিশুতি রানী ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদক ডা. সিনথিয়া নজির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. ইমরান আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. চন্দ্র শেখর দত্ত, কার্যকরী সদস্য ডা. শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য ডাক্তার গৌতম দাস, ডা. মির্জা সাহান, ডা. দিদারুল ইসলাম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. এর অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার ওবায়দুর রহমান ভূইয়া, রিজিওনাল সেলস ম্যানেজার ফারুক আহমেদ ও এরিয়া ম্যানেজার শামীম হোসেন সহ অর্ধশতাধিক চিকিৎসক।