ঠাকুরগাঁওয়ে ২শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে অবস্থিত ‘গড়েয়া ইসলামী একাডেমী’ চত্বরে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষ্যে গড়েয়া ইসলামী একাডেমী প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি জিএস ও সহ সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম শাহ, শিক্ষক ও সমাজ সেবক ইয়াসিন আলী,ঠাকুরগাঁও জেলা কৃষক দলের অন্যতম নেতা দবিরুল ইসলাম কবীর, গড়েয়া ইসলামী একাডেমীর অধ্যক্ষ ইব্রাহিম খলিল, গড়েয়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সমাজ সেবক সাইফুল হক লেবু,গড়েয়া ১নং ওয়াড বিএনপি সভাপতি ও সমাজ সেবক সোলজার হোসেন, সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ, শ্রমিক সংগঠনের নেতা আল-মামুন প্রমুখ।
বক্তব্য প্রদান শেষে- গড়েয়া বন্ধু সংগঠনের আলমগীর কবির রানার আয়োজনে ও নূর মোহাম্মদ নূরু মিঞা ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে এবং গড়েয়া বন্ধু সংগঠনের সার্বিক সহযোগিতায় ২০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রত্যেককে চাল, ডাল, সেমাই, চিনি, সয়াবিন তেলসহ বিভিন্ন খাদ্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও ৫ টি মাদ্রাসার ৬০০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।