মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের ইফতার,মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ মার্চ বিকালে হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলার সভাপতি হাফেজ মাওঃ মোঃ মাকসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওঃ হেলাল আহমাদ, সদর উপজেলা সভাপতি ডা.বেলাল হুসাইন, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হানারচর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ মনির হোসেন বকাউলের সভাপতিত্বে সাধারন সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন দেওয়ানের সঞ্চলনায় এছাড়া ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি সাঈদ বেপারী, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ রাসেদুল ইসলাম বক্তব্য রাখেন। একসময় সম্মেলন এবং দোয়া ও ইফতার মাহফিলে ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ১৩ নং হানাচ্ছর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হিসেবে হাফেজ মনির হোসেন বকাউল, সিনিয়র সহসভাপতি হাফেজ তাজুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন দেওয়ানে আগামী তিন মাসের জন্য দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল হলে পরবর্তীতে উক্ত কমিটি পূর্ণাঙ্গভাবে গঠন করা হবে।