যীশু সেন,চট্টগ্রাম।
রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মার্চ মঙ্গলবার রাউজান উপজেলার জলিল নগরস্থ রাউজান প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া এবং হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।
অনুষ্ঠানে আলোচনা সভায় রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীন মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন। তিনি বলেন, “রমজান মাস ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মুসলিমরা নিজের আত্মসংযম এবং অন্যদের সাহায্য করার মনোভাব নিয়ে কাজ করেন। রামজান শুধু আত্মশুদ্ধির সময় নয়, এটি সামাজিক বন্ধন গড়ারও একটি উপযুক্ত সময়।”
প্রধান অতিথি ইউএনও জিসান বিন মাজেদ তার বক্তব্যে বলেন, “দেশের উন্নতির জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের কাজ শুধু সংবাদ পরিবেশন নয় বরং সমাজের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রদান করা।” তিনি আরও বলেন, “যারা সত্য ও সঠিক তথ্য প্রকাশ করেন, তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার মূল কারিগর। রাউজানে গণমাধ্যম কর্মীরা তাদের লেখনির মাধ্যমে এই অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখছেন।”
বক্তারা বলেন, দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের সুরক্ষায় সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। সমাজের দুর্নীতি, অসংগতি ও অবিচারের বিরুদ্ধে গণমাধ্যমে লেখালেখি গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে ন্যায়ের পক্ষে সমাজে সচেতনতা সৃষ্টি হয় এবং সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরো বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসূফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত, মুহাম্মদ আরফাত হোসাইন প্রমূখ।