ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পত্নীতলায় পিকআপ ও ট্র্যাকটরের মুখমুখি সংঘর্ষে প্রতাপসিং ১ জন নিহত এক জন আহত

প্রতিবেদক
majedur
মার্চ ২৫, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় পিকআপ ট্রাক সংঘর্ষে প্রতাপ সিং (২১) নমের একজনের মৃত্যু হয়েছে। নিহত প্রতাপ সিং সাপাহার উপজেলার জামাল নগড়পাড়া গ্রামের সুদাংশিং-এর ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সোমবার (২৪ মার্চ) সকাল ৬টার দিকে নজিপুর-সাপাহার সড়কের মল্লিকপুর গ্রামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নজিপুর দিক থেকে আসা বালু বোঝাই কাকড়া নিয়ে সাপাহার যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র পেছন হতে ডাব বোঝাই মিনি ট্রাক সজোরে ধাক্কা দিলে কাকড়া ড্রাইভার গাড়িসহ খাদের ভিতর পরে গুরতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। অপরদিকে মিনিট্রাকে থাকা ডাবের মালিক সাপাহার উপজেলার পিছলডাঙ্গা মালপাড়া গ্রামের ফাইজ উদ্দীনের ছেলে  মো. ফইম উদ্দিন (৬০) বাম হাতে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়।

সংবাদ পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস ইউনিট নিহত ও আহতকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত একজন আহত হয়েছেন ট্রাক ও পিকাপ জব্দ করা হয়েছে সাপাহার থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
নওগাঁ #

Don`t copy text!