ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আজমানে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক
admin
মার্চ ২৫, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন,আমিরাত।

আজমানে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই -এর উদ্যোগে আজমানে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে এক ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি লিডার শেখ মোঃ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল প্রবাসী কর্মীদের বৈধপথে রেমিটেন্স প্রেরণ এবং স্বাগতিক দেশের আইন-কানুন মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করেন। কনস্যুলেট-এর শ্রম কাউন্সেলর মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় পর্বে কনসাল জেনারেল প্রবাসী কর্মীদের বক্তব্য শোনেন এবং নানা বিষয়ে তাদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন, আজমান-এর প্রধান উপদেষ্টা জনাব আব্দুল কুদ্দুস সহ কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত থেকে ইফতারে অংশগ্রহণ করেন।

Don`t copy text!