ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বেলা ১২ টার সময় উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিলানী।
আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ , ,,আনসার ও ভিডিপি কর্মকর্তা জহিরুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফজরুল ইসলাম , উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোহতামিম বিল্লাহ শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আটপাড়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা ইয়াসিন মীর, পাটাভোগ ইউনিয়নের সিরাজুল ইসলাম, রাঢ়ীখাল ইউনিয়নের জসিমউদদীন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।