উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ৩০০ জন শ্রমিককে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
রাণীনগর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, রিক্সা ও ভ্যান শ্রমীক ইউনিয়নের সভাপতি ফিরোজ এ আলম।
পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
প্রধান আলোচক ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নর উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস ও উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা প্রমুখ।
নওগাঁ#