ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিএমপির নেতা মোস্তাকিমের বিরুদ্ধে মাইক্রোস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ

প্রতিবেদক
majedur
মার্চ ২৪, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল  কুমার সরকার, নওগাঁ প্রতিনিধ।

নওগাঁর বদলগাছী কার মাইক্রো চালক কল্যাণ সমিতির নিকট জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে (বদলগাছী সরকারি কলেজ) শাখার সদস্য সচিব মোস্তাকিম ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এ ঘটনায় বদলগাছী থানা পুলিশ বরাবর
একটি অভিযোগ দায়ের হয়েছে।

রোববার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টায় বদলগাছী থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এবং রাত সাড়ে ১১টায় থানায় করা একটি অভিযোগ প্রতিবেদকের হাতে আসে।

এতে উল্লেখ করা হয় যে, বদলগাছী কলেজ শাখার ছাত্রদল নেতা মোস্তাকিমসহ তার সঙ্গীরা প্রায় ১৫-২০ জন থানার মোড়ে রাত সাড়ে ৮টায় বদলগাছী কার মাইক্রো কল্যাণ সমিতির সদস্য আজিজার ও উত্তম কুমারের কাছে এসে আশি হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে তাদের মাইক্রো চালাতে দিবে না তারা।

চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সদস্য আজিজার ও উত্তম মহন্তকে মারধর করে আজিজারের কাছে থাকা নগদ ২১ হাজার ৭৩০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

একপর্যায়ে তারা চিৎকারে আশপাশের লোকজন আগায়ে আসলে কলেজ শাখার ছাত্রদল নেতা মোস্তাকিম ও তার সঙ্গীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী সদস্য আজিজারের সাথে রাত ১২টায় মুঠোফোনে কথা হলে তিনি জানান, ছাত্রদলের কয়েকজন নেতা আমিসহ আরেক সদস্য উত্তম মহন্তের কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে।

না দিতে চাইলে তারা আমাকে মারধর করে ২১ হাজার ৭৩০ টাকা ছিনিয়ে নেয়। বদলগাছী কার মাইক্রো কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত কলেজ শাখার সদস্য সচিব মোস্তাকিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সেখানে চাঁদা চাওয়ার কোনো ঘটনা ঘটেনি। মূলত কয়েকদিন আগে আমার বন্ধুর জিনিসপত্র ঢাকা থেকে আনার জন্য এক মাইক্রো চালকের সাথে ভাড়া চুক্তি হয়। সে নির্দিষ্ট সময়ে জিনিসপত্র না এনে তালবাহানা করতে থাকে।

এরপর কয়েকদিন পর জিনিসপত্র এনে চুক্তির বাইরে আরও এক হাজার টাকা বেশি নেয়। এক হাজার টাকা বেশি নেওয়ার জন্য আজকে আমরা কয়েকজন বন্ধু সেখানে গিয়ে প্রতিবাদ করলে চালকরা আমাদের ওপর চড়াও হয়। এরপর আমরা ঘটনাস্থল ত্যাগ করি। সেখানে এক টাকাও চাঁদা চাওয়া হয়নি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।

বদলগাছী কার মাইক্রো কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বকুল হোসেন বলেন, আমরা কয়েক বছর ধরে থানা মোড়ে কার মাইক্রো ভাড়ায় চালাই।

আজকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আমার সদস্যের কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তাদের মারধর করে ২১ হাজার ৭৩০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। থানায় অভিযোগ দিয়েছি। আইনের মাধ্যমে চাঁদাবাজদের কঠিন শাস্তি দাবি করছি।

বদলগাছী থানার ওসি শাহজাহান আলী বলেন, থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!