সেপাল নাথ:
ফেনীর ছাগলনাইয়া রাধানগর ইউনিয়নে মালিকানা ফসলি জমি রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ মার্চ) ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নিচিন্তা গ্রামের আবদুল হাই মজুমদার বাড়ির পাশে।
পারিবারিক সূত্রে জানাযায়, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস উপলক্ষে জমির মালিক মৃত কবির আহম্মেদ এর ছেলে মো. নাসির উদ্দিন (৫০) এতেকাফ থাকার সুবাধে ডুবাই প্রবাসী মো. মফিজ উদ্দিন (৪২) এর নেতৃত্বে ৪৫ শতাংশের মধ্যে ৩০ শতাংশ (৭-৮ ফুট গভীর) মাটি কেটে নিয়ে যায়।
জমির মালিকের ছেলে সাহেদুল হক (২৩) জানান, আমাদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে বসবাস করার সুবাধে মফিজ উদ্দিন ও তাঁর সাঙ্গপাঙ্গরা মিলে রাতের আঁধারে মাটি কেটে নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অফিস বরাবর খননকৃত জায়গা ভরাট সহ ক্ষতিপূরণ পেতে অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো জানান ডুবাই প্রবাসী মফিজ উদ্দিন এলাকার আতংক ও হুন্ডি ব্যবসায়ীর সাথে জড়িত।
প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্ব এই মাটি খেকোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক।
অভিযুক্ত মফিজ উদ্দিনের মুঠোফোনে বার বার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।