ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
মার্চ ২৪, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:

শনিবার (২৩শে মার্চ) শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টের হলরুমে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস খাঁ মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের দূতালয় প্রধান জনাব আসফাক আহমেদ সায়েম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা এম এ মালেক (মলিক )। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, মুজিবুল ইসলাম সিআইপি, গীতি কবি আজাদ লালন, মোহাম্মদ আলিম উদ্দিন, মোহাম্মদ নাসিরুল হক, আব্দুল আজিজ উজ্জল, মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ আব্দুল মতিন, জনাব কামাল হোসেন সুমন, সিরাজুল ইসলাম নওয়াব, ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আলী সোহেল, হাজি শফিকুল ইসলাম, হুমায়ুন রশীদ, আব্দুল্লাহ কাইয়ুম, আতাউর রহমান মাসুম, রোজেল তরফদার, রিপন মজুমদার, আবুল হক, তারা মিয়া বাকুল, ফারুক আহমেদ, বেলাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা দেলওয়ার হোসেন সাদি। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন মোতাহার হোসেন চৌধুরী, শামীম আহমেদ, শামীম উদ্দিন, সোহাগ আহমেদ, আখলাক আহমেদ, জাহাঙ্গীর আলম, জরিফ হোসেন, আব্দুর রহিম, আব্দুস সামাদ, নাসির আহমেদ।
উক্ত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কমিউনিটি নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে দেশ ও প্রবাসের মুসলিম জাহানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা তাদের বক্তব্যে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের ভূয়সী প্রশংসা করেন এবং এই সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সংগঠনকে আরও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Don`t copy text!