ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বিএনপির গণ ইফতার অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
মার্চ ২৩, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পবিত্র মাহে রমজানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারর্পাসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়্যারম্যন তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (২৩ র্মাচ) উপজেলার ৯নং মিরসরাই ইউনিয়নের অন্তগত মিঠাছড়া স্কুল মাঠে এ গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ৮, ৯, ১০ নং ইউনিয়ন ও মিরসরাই পৌরসভা বিএনপি। এতে ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপি’র নেতা তারেক মেম্বারের সভাপতিত্বে, ৯ মিরসরাই সদর ইউনিয়নের বিএনপি’র নেতা জাহেদুল ইসলাম ভূঁইয়া আরিফ এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও গণ ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আমিন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে আমরা এভাবে খোলামেলা পরিবেশে কোন প্রোগ্রাম করতে পারিনি। গত ৫ আগষ্টের পর থেকে আমরা খোলামেলা ভাবে বিভিন্ন প্রোগ্রাম করতে পারছি।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বারৈয়ার হাট পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। মিরসরাই উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আলমগীর। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শামশুদ্দৌহা মামুন, আলমগীর হোসেন, জাহেদ হোসেন, আজিজুল হক মেম্বার, নাঈম সরকার, ফোরকান উদ্দিন চৌধুরী, মিনহাজ ভূঁইয়া টিটু। পরিশেষে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল ও গণ ইফতার এর সমাপ্ত হয়।

Don`t copy text!