দুবাই প্রতিনিধি,
রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ ও এবং সব ধরনের অন্যায়,অশোভন,পাপাচার এবং যাবতীয় অকল্যাণকর কাজকর্ম থেকে বিরত রাখে। তাই আমাদের উচিত রোজা থেকে শিক্ষা নিয়ে নিজেকে আত্নশুদ্ধি করা।
শুক্রবার (২২ মার্চ ) দুবাই রেডিসন ব্লু এর হল রুমে বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এই কথা উল্লেখ করেন।
প্রবাসে এক সাথে ইফতার করার তেমন সুযোগ না থাকলেও এই দিন আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিদের অনেকে এই ইফতার মাহফিলে অংশনেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবু জাফর চৌধুরী সিআইপি,বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর সিনিয়র ভাইস
দুবাই সগযুক্ত আরব আমিরাপ্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল সিআইপি,বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল,বিশিষ্ট কমিউনিটি নেতা ইসমাইল গনি চৌধুরী,বিশিষ্ট কমিউনিটি নেতা আহমেদ আলী জাহাঙ্গীর,বাংলাদশ সমিতি আজম এর সভাপতি আব্দুল আলিম সিআইপি,ইঞ্জিনিয়ার জিল্লুর রাহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী জাগির হোসেন ছুট্টু সিআইপি,বিশিষ্ট কমিউনিটি নেতা আবু মোহাম্মদ খোরশেদ,বিশিষ্ট কমিউনিটি নেতা একে আজাদ সিআইপি,বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ আলম ও মোঃহাসান।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা কাজী মোঃ আলী,মোঃ শওকত আকবর,মোঃ নাছির তালুকদার,মোহাম্মদ মঈনুদ্দিন মঈন,গোলাম কাদের ইফতি,মোঃ সিজার -উ-দৌলাহ,খোরশের মোবারক,মোঃ রাশেদুল আলম দুলাল,নাফিজুল হক, শিকদার মোঃ শাফায়েত উল্লাহ,আলহাজ্ব মোহাম্মদ আজম খান,আব্দুল কাদের,ইঞ্জিনিয়ার রাসেল আহামেদ সহ আরো অনেকে।
শেষে বিশ্ব শান্তি সমৃদ্ধির জন্যে বিশেষ মোনাজাত করে মওলানা ফজলুল কবির চৌধুর।