ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা প্রহরীর উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে শিক্ষার্থী-জনতার মানববন্ধন।

প্রতিবেদক
admin
মার্চ ২৩, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মো: আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি) :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মো. রুস্তম আলী মিয়াজীর ছেলে মো. সোলেমান মিয়াজীর (৪০) উপর পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদ- আসামি গ্রেফতার এবং বিচার ও ফাঁসির দাবিতে শিক্ষার্থী- শিক্ষার্থী ও সাধারন জনতার সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে মানববন্ধন শেষে আসামির দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ছেংগারচর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে শেষ হয়।

মানববন্ধন ও মিছিলে প্রায় ৩ শতাদিক শিক্ষার্থী ও নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন পাটোয়ারী, অভিভাবক সদস্য আবু তাহের সুমন, শিক্ষক রফিকুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী সানিয়া আক্তার, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারজানা আক্তার, স্থানীয় ইসমাইল, ইতি আক্তার, শিখা আক্তার, আহত সোলাইমান মিয়াজির পিতা রুস্তম মিয়াজি।

মানববন্ধনের বক্তারা বলেন, ‘সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মো. সোলেমান মিয়াজীর উপর নৃশংস ভাবে হামলা চালায়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় সোলাইমান মিয়াজির বাবা রুস্তম আলী মিয়াজী থানায় বাদী হয়ে মামলা করলেও পুলিশ এখনো কোন আসামি গ্রেফতার করতে পারেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামি গ্রেফতার না হয় তা হলে আন্দোলন আরো কঠিন হবে।’

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, সোলাইমান মিয়াজির উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার জন্য পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, কোন লেনদেন অথবা সম্পত্তি বা প্রভাব বিস্তার নয় সামান্য কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত (১৯ মার্চ) বুধবার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী মো. সোলেমান মিয়াজীকে বলাইরখারকান্দি গ্রামে তার নিজ বাড়িতে প্রতিবেশী সাইফুল ইসলাম মিয়াজী ও তার ছেলে মো. হৃদয় মিয়াজী দেশীয় ধারালো ছুরি দিয়ে কোপ দিয়ে মো. সোলেমান মিয়াজীর ঠোঁট, গাল, ঘাড় ও বাম হাতে গুরুত্বর রক্তাক্ত জখম করে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

Don`t copy text!