মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামে ছাত্রদল নেতা সোহেব আলম চৌধুরী কে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার আওয়ামী লীগ নেতা কাদের মেম্বার ও যুবলীগ নেতা কিবরিয়ার বিরুদ্ধে এ নিয়ে গতকাল ২০ মার্চ সোহেব আলম চৌধুরী ৩ জন কে দায়ী করে নবীনগর থানায় একটি অভিযোগ করেন ।
২১ মার্চ ঐ এলাকায় গিয়ে কথা বলে জানা যায়, জমি ভরাট কে কেন্দ্র করে বহু মাস যাবত এই ধন্দের সৃষ্টি হচ্ছে,
এ সময় সোহেব আলম চৌধুরীর বাবা মনির হোসেন চৌধুরী বলেন আমার দুই শতক জমিতে বাড়ি, আমার পরিবার নিয়ে চলতে সমস্যা হচ্ছে।
তাই আমার একটি জমি ছিলো ঐ জমিতে বাড়ি তৈরী করতে জমি ভরাট করার কাজ করছিলাম কিন্তু অভিযুক্তরা আমাকে জমি ভরাট করতে বাঁধা দেয় এবং জমি ভরাট করতে হলে তাদের কে মোটা অংকের টাকা দিতে হবে নইলে জমি ভরাট করতে দিবে না বলে হুমকি ধমকি দেন,
এবং গতকাল আমার ছেলে সোহেব আলম চৌধুরী তারাবি নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে কাদের মেম্বার গংরা আমার ছেলে কে মেরে মাথা ফাটিয়ে দেয়।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন মেনে জমি ভরাট করতে চাচ্ছি তার পর ও এরা বাঁধা প্রধান করছেন, কারণ আমার জমি তে তাদের নজর পরেছে।
আমরা নিরাপত্তাহীনতায় আছি।
গতকাল রাতে কাদের মেম্বার এর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন প্রশ্নের জবাবে সোহেব আলম চৌধুরী বলেন আমরা অনেক রাতে বাড়িতে আসছি নবীনগর থেকে, আমরা কাদের মেম্বার এর বাড়িতে আগুন দেয় নি,
আপনারা আমাদের বাড়ির পাশে ব্রিজের কাজে নিয়োজিত প্রহরীদের জিজ্ঞেস করেন আমাদের কে কেউ আগুন দিতে দেখেছেন কি না।
এ সময় ব্রীজের কাজে নিয়োজিত শ্রমিকরা জানান আমরা রাত ৩ টা পর্যন্ত সজাগ ছিলাম তাদের বাড়ির কাউকে ঐ বাড়িতে আগুন দিতে দেখি নি।
এ বিষয় এ কাদের মেম্বার জানান
আমার নামে আনিত অভিযোগ গুলো সঠিক নই,সোহেব আলম চৌধুরী তার পরিবারের সদস্যরা আমার বাড়িতে রাতের আঁধারে আগুন দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সম্মানহানী করেছেন আমি তার সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবী জানাই।