মোঃ জাবেদ হোসেন,চাঁদপুর।
ঈদ মানেই আনন্দ, আর ঈদের আনন্দ কে দ্বিগুণ করতে স্বর্ণা অনলাইন মার্কেটিং প্রোঃ নারী উদ্যোক্তা স্বর্ণা ইসলাম এর উদ্যোগে দুস্থ ও অসহায় কিছু পরিবারের মাঝে ক্ষুদ্র পরিসরে (ঈদ উপহার) বিতরণ করা হয়।
গত শনিবার (২২ মার্চ) সকাল ৯ টায় চাঁদপুর সদর উপজেলা ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ৩৪টি পরিবারের মাঝে। এসময় উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা স্বর্ণা ইসলামের মমতাময়ী মা রিয়া ইসলাম, ইমরান প্রধানিয়া রফিক হোসেন, মাছুদুর রহমান শেক,খায়রুল কাজী, ইউসুফ কাজীসহ আরো অনেকে।
নারী উদ্যোক্তা স্বর্ণা ইসলাম বলেন, কিছু কিছু করে ব্যবসার জমানো টাকা ও নিজের ঈদের শপিং না করে যে টাকা ছিলো তা নিয়ে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে আমাদের এই সামান্য ঈদ উপহার। রোজার ঈদে স্বল্প পরিমাণে ঈদ উপহার বিতরণ করি । তবে আগামীতে আমি আরও বড় পরিসরে ঈদ উপহার দিতে পারবো বলে আশা করছি৷ এদিকে তিনি আরো বলেন, স্বর্ণা অনলাইন মার্কেটিং ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারে সেজন্য সকল দেশবাসী কাছে দোয়া প্রত্যাশী।