মোঃ হোসেন গাজী।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাইমচর উপজেলার ৬ টি ইউনিয়নে
হাইমচর আল- হেরা মডেল মাদ্রাসা সম্মানিত সভাপতি ও বাইতুল রফিক জামে মসজিদের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রনি পক্ষ থেকে প্রায় ১০০০০ হাজার গরীব অসহায় কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়।
২১ ই মার্চ শুক্রবার বাইতুল রফিক জামে মসজিদ মাঠে এই ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত সকলের উদ্দেশে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রনি তিনি বলেন প্রতি প্রতিবছরের ন্যায়এবারও আমার পক্ষ থেকে গরিব-দুঃখী দিনমজুরদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে গর্ববোধ করছি। এভাবে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তার পরিবারের জন্য দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম, আল- হেরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, ইউপি সদস্য শাহজাহান এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।