ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল সম্পন্ন।
মোঃ হোসেন গাজী,চাঁদপুর সদরঃ
চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপি’র দিবসিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ মার্চ বিকালে ঈদগা বাজার বিআইডব্লিউটিএ মাঠে সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহজালাল মিশন।
সম্মেলন ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট তোফাজ্জল হোসেন, মেহেদী হাসান, জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান পাটওয়ারী, উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক আক্তার হোসেন সাগর, সদস্য ও ইব্রাহিমপুর ইউনিয়নের সমন্বয়ক এ কে এম ফজলুল হক সেলিম, আলাউদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম।ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া চৌকিদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক হারুন গাজীর সঞ্চালনায়
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান, নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সিকদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন, যুগ্ন আহবায়ক মনির মুন্সী, সদস্য সচিব নাসির শেখস্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ডঃ আলমগীর ঢালি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাচ্চু সরদার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি সম্মেলনের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ বাবু মিয়া। সম্মেলনে পুনরায় সভাপতির পদে চাঁন মিয়া চৌকিদার সিনিয়র সহ-সভাপতি বিল্লাল গাজী, সভাপতি মোঃ সেলিম খান, মাহবুব মেম্বার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী সহ-সাধারণ সম্পাদক অলি উল্লাহ মুন্সী, মোঃ বাসু রাজা, সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় মোঃ হারুন গাজী কে মনোনীত করা হয়।