নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,এর আয়োজনে ৫ জিরো বিষয়ক ও পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গল বার (১৮ মার্চ) প্রথমে উপজেলা চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোজাহিদ,নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম,পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়।এ উপলক্ষে উক্ত আলোচনা সভায় নান্দাইল এপি,র স্পনসরসীপ অফিসার মনি শংকর এর সঞ্চালনায় ও নান্দাইল এপি ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজি,নানান ঘাসফুল শিশু ফোরামের সভাপতি ফারদীন মাসুদ, নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী,ইয়োথ ফোরামের প্রতিনিধি সারোয়ারুল আলম,স্নেহা বর্মণ, শিশু ফোরামের সম্পাদক লামিয়া সহ প্রমুখ।
এসময় উক্ত আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যারা উপস্থিত ছিলেন।