ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী দশমিনার চরবোরহান ইউপির চেয়ারম্যান নজির সরদার এর বিরুদ্ধে মৎস্য ভিজিএফ’র চাল বিক্রয় করার অভিযোগ উঠেছে

প্রতিবেদক
majedur
মার্চ ১৭, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস, পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন পরিষদ( ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ১২মেট্রিক টন মৎস্য ভিজিএফ ( চাল) কালো বাজারে বিক্রয় এর অভিযোগ উঠেছে। সুত্রে জানা গেছে, ১৬ মার্চ রবিবার দশমিনা খাদ্য গোডাউন থেকে চরবোরহান ইউনিয়নের তালিকা ভুক্ত ১১৫০ জন জেলেদের অনুকূলে ৯২মেট্রিক টন চাল উত্তোলন করেন এ ইউপির চেয়ারম্যান। এরপর উক্ত ইউপির চেয়ারম্যান এ পরিষদের সাবেক সচিব ( বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা)ও ইউপি সদস্যদের না জানিয়ে ১২ মেট্রিক টন চাল কালো বাজারে বিক্রয় করে দেন বলে জানা যায়।

১২ মেট্রিক টন চাল চেয়ারম্যান কালো বাজারে বিক্রিয় এর পরে এ খবর টি দশমিনা টু চরবোরহানে ছড়িয়ে পড়ে বলে জানা যায়। সুত্রে আরও জানা গেছে, চরবোরহান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেন এ চেয়ারম্যান এবং তাঁর বিরুদ্ধে বিগত দিনে অনিয়ম দূর্নীতির খবর বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হলেও ক্ষমতার জোরে তিনি পার পেয়ে গেছেন।এছাড়াও এ চেয়ারম্যানের বিরুদ্ধে ভোলা থেকে কৃষকদের হারিয়ে যাওয়া মহিষ- গরু একদল চিহ্নত লোকজনের কাছ থেকে কিনে অন্যত্র বিক্রয় করার পুরনো ভুরি ভুরি অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এরিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে চর বোরহান ইউনিয়নে ১৭ মার্চ সোমবার দুপুরে মৎস্য ভিজিএফ’র চাল বিতরণ চলছে।এ বিষয় জানতে চরবোরহান ইউনিয়ন পরিষদ( ইউপি) চেয়ারম্যান মোঃ নজির আহম্মেদ সরদার এর মুঠোফোনে এ প্রতিবেদক কল দিলে তিনি প্রথমে ফোন কল রিসিভ করেন নি। এর পর তিনি অনেক ক্ষন পরে কল দিয়ে এ প্রতিবেদক এর পরিচয় জানতে চেয়ে তাকে ফোন দেয়ার কারন জানতে চাইলে তাকে মৎস্য ভিজিএফর (চাল) কত টন উত্তোলন করেছেন বলা মাত্র তিনি তেলে বেগুনে জ্বলে উঠে বলেন সব উঠিয়েছি, আমি ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করছি আইসা দেখেন বলে জামটি মেরে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর পর কয়েক তার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন কল রিসিভ করেন নি।এ ব্যাপারে জানতে চরবোরহান ইউনিয়ন পরিষদ( ইউপি)র সাবেক সচিব ( বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা)কে ফোন দিলে তিনি কথা বলতে অপ্রগতা প্রকাশ করেন। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চর বোরহান ইউনিয়ন পরিষদ( ইউপি)র ট্যাগ অফিসার কে এ বিষয় জানতে ফোন দিলে তিনি বলেন, রোজা কালে এ খবর কোথায় পান। এই কথা বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আপনার কাছেই বিষয় টি শুনলাম।এই কথা বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিলে তার বক্তব্য নেওয়া যায় নি। এ বিষয় জানতে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার এর মুঠোফোনে কয়েক বার কল দিলেও প্রতিবারই তার ফোন কল ব্যাস্ত পাওয়া যায়।এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Don`t copy text!