ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে এলাকা রনক্ষেত্র

প্রতিবেদক
majedur
মার্চ ১৭, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

চাঁদপুর রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রের পরিণত হয়েছে।

গত ১৬ মার্চ রবিবার সন্ধ্যায় বাখরপুর বাংলাবাজারে কবিরাজ বাড়ির সাথে গাজী বাড়ি ও ঢালী বাড়ির বাসিন্দাদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। এতে করে দুই গ্রুপের অনেকেই আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। এবং বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। প্রায় ২-৩ ঘন্টার ধাওয়া-পাল্টা দাওয়া হলে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সরজমিন ঘুরে জানা যায়, শনিবার সন্ধ্যায় টাকা চুরির অপবাদ দিয়ে বিল্লাল কাজির ছেলে হৃদয় (১০) ও নুরু মিস্ত্রির ছেলে কালু (১০) কে বাংলাবাজারে নিয়ে এসে মারধর করেন নুরু কবিরাজের ছেলে মনির কবিরাজ ও তার সহযোগি। এতে বাধা প্রদান করেন একই এলাকার সলেমানসহ আরো কয়েকজন। আর এ নিয়ে উভয়ের মাঝে তর্কবিতর্কের ঘটনা ঘটে।

সেই ঘটনাকেই কেন্দ্র করে কবিরাজ বাড়ির লোকজন মিলে বাজারে মহড়া দেয়। খবর পেয়ে ঢালীবাড়ি ও গাজী বাড়ির লোকজন বাজারে মুখোমুখি হলে দুই গ্রুপের মাঝে মুখোমুখি অবস্থান নিলে ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে তারা বাজারের রশিদ মাঝি, সুলতান মাঝি, আজিজ মাঝিসহ বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর ঘটনার ঘটে।

খবর পেয়ে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া। জিজ্ঞাসাবাদের পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এসময় তিনি আরো বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে যদি লিখিত অভিযোগ পাওয়া যায় তাহলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!