মোঃ শান্ত খান ঢাকা ,জেলা প্রতিনিধি।
সাভারে পৌর এলাকার নয়াবাড়ী ঈদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সাভার পৌর ১ নং ওয়ার্ড নয়াবাড়ী এলাকায় ঈদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে আলোচনা সভায় ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সফল দুইবারের কাউন্সিল পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। তিনি বলেন যারা একেবারেই তৃণমূলের মানুষ যারা নির্যাতিত আমি সেই সব মানুষের নেতা যারা কারো কাছে যেতে পারে না কারো কাছে কিছু চাইতে পারে না এবং নির্যাতিত নেতাকর্মীরা একটা প্লাটফর্মে আসুক আমরা সবাইকে নিয়ে যেরকম স্বপ্ন দেখি যেরকম ভাবে চিন্তা করি ঠিক এরকম একটা সাভার গড়তে চাই আমি ভোট চাই না আগে কাজ করতে চাই আমি সাভার বাসী সেবা করতে চাই সব শেষে শুধু এইটুকু বলতে চাই, আমরা যারা সাভারে বসবাস করি আমরা কি একটি সুন্দর সাভার চাই? আমরা অবহেলিত সাভারকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এসময় সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সদস্য তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি ফয়সাল দেওয়ান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।