সেপাল নাথ:
ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে রোববার গভীর রাত অবধি বিবদমান দু-গ্রুপেট মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে আহত হয়েছে অন্তত পাঁচজন। আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে প্রতিপক্ষের চারটি মোটরসাইকেল।
পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করেছে। এ ঘটনায় বিবদমান পক্ষগুলো পরস্পরের বিরুদ্ধে পাল্টা-পাল্টি দু-পক্ষের ২৩ জনের নামে মামলা দায়ের করেছে।
জানাগেছে পূর্ব শুক্রতার জের ধরে শুভপুর ইউনিয়নের মধ্যম জয়পুর এলাকার সফিকুল ইসলামের সঙ্গে প্রতিপক্ষের মো. রনির কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত ১০ টার দিকে মহি উদ্দিন সুজনসহ ১০-১২ জনের একটি সংঘবন্ধদল সফিকুল ইসলামের বাড়ি-ঘরে ভাংচুর করতে যায়।
ওই সময় বাড়ির লোকজনের শোরচিৎকার ও মাইকে হামলার ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে দেলোয়ার হোসেন, মো. রাহিন উদ্দিন, হেলাল উদ্দিন মো. রনিসহ কয়েকজনকে এলোপাতাড়ী কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
এ সময় চারটি মোটরসাইকেল রেখে প্রতিপক্ষের লোকেরা পালিয়ে গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া মোটরসাইকেল গুলো।
এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । এ ঘটনায় মহি উদ্দিন সুজন, শফিকুল আলম, সামছুদ্দিন, হেলাল উদ্দিন, রাহিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
এদিকে সোমবার সকাল ৯টায় উপজেলার পশ্চিম দেবপুরে জায়গার নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা ও কুপিয়ে আজিজুল হক (৮২), মনোয়ারা বেগম (৭৫) ও আবু বকরসহ (৪২) চারজনকে মারাত্বক আহত করেছে প্রতিপক্ষের প্রতিবেশি আবদুল হাই, লোকমান হোসেনের লোকজন। আহতরা ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন।