বিশেষ প্রতিনিধি
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের বিশেষ সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল ১৫ মার্চ শনিবার মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সদ্য সাবেক সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। এসময় তিনি বলেন, চাঁদপুর মেঘনা নদী থেকে দীপু মনি ও সেলিম খানের নেতৃত্বে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাংবাদিক ক্লাবের সদস্যরাই প্রথম সংবাদ প্রকাশ করেছে। তারা দীপু মনি সিন্ডিকেটের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে সরকারের প্রায় ৫শ’ কোটি টাকা আত্মসাধ, হাইমচরের টিপু নগরসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে মামলা, হামলা ও হুমকির শিকার হয়। সে সময় আমরা মুক্তিযোদ্ধাসহ চাঁদপুরের হাতে গুনা কিছু লোকজন প্রকাশ্যে অন্যায়ের প্রতিবাদ করছে।
তিনি আরো বলেন, দীপু মনি গংদের এসব অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সাহসিকাতার সাথে প্রতিবাদ করে গেছেন। এবং তার বলিস্ট ভূমিকার কারণে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে সরকারের প্রায় ৫শ’ কোটি টাকা রক্ষা পায় এবং সে সময় বালুখেকো নামে পরিচিত সেলিম খানকে জেলে যেতে হয়।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কে এম মাসুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহ্বায়ক ও ইফতার মাহফিল উদযাপন পরিষদের আহ্বায়ক শাহদাত হোসেন শান্ত।
অুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাবেক সহ-সভাপতি মো. শওকত আলী, সাবেক সহ-সভাপতি মো. মহিউদ্দীন, সাবেক সহ-সভাপতি আবদুল গণি, সাবেক সাধারণ সম্পাদক রোবহান উদ্দিন ডালিম, সাবেক কোষাধক্ষ্য মুহাম্মদ আলমগীর হোসেন, সদস্য গিয়াস উদ্দিন রানা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য মাওলানা মো. সাইফুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য বিপ্লব সরকার, নূর মোহাম্মদ খান, মনির হোসেন, জাহাঙ্গীর আলম রাজু, মো. জাবেদ হোসেন, আলমগীর হোসেন বাবু, মো. মনির হোসেন, সিগমা আহসান, মোহাম্মদ নূরে আলম, রহমত আলী, দীন মোহাম্মদ, শাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ।