কচুয়া কড়ইয়া সার্বজনীন শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান ও দোল পূর্ণিমায় উৎসবের সমাপ্তি
শান্তুু ধর কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া সার্বজনীন হরি মন্দিরে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় ২৪প্রহর ব্যাপী ১৭তম বার্ষিকী উপলক্ষে কড়ইয়া সার্বজনীন শ্রী শ্রী হরিনাম কীর্তনের মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। গত ২৬ ফাল্গুন ১১মার্চ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬.০১ঘটিকায় শ্রীমদ্ভগবদগীতা পাঠের মধ্যে দিয়ে রাত১০.০১ঘটিকায় গঙ্গা আবাহন ও নাম যজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ঢাক ঢোল, শঙ্খ ধন্নিতে ও প্রদীপ, ধূপ জালিয়ে , বিভিন্ন আলোকসজ্জায় সাজিয়ে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
শুভ অধিবাস অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী মৃত্যুঞ্জয় চক্রবর্তী। অরুণোদয় হতে ২৪প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ আরম্ভ, মধ্যাহ্নে রাধা-গোবিন্দের ভোগরাগ ও প্রসাদ বিতরণ। আগামী ১৩ ও ১৪মার্চ রোজ শুক্রবার সকালে শেষ রজনীতে আজ দোল পূর্ণিমায় রঙে রঙ্গিয়ে সকল মিলে মিশে হাজারো ভক্তের সমাগমে এবং আনন্দ ঘন ও উৎসব মূখর পরিবেশে ছোট বড় সকল বয়সের সনার্তনীরা আজ আবির খেলায় মেতে উঠেছিল। তাছাড়া ও সকালের বাল্যভোগ, দ্বি-প্রহরে মহাপ্রভুর ভোগরাগ ও মহা প্রসাদ সহ রাতেও মহা প্রসাদ বিতরণ করা হবে। ভোগ নিবেদনে শ্রীযুক্ত বাবু সুব্রত গোস্বামী।
উক্ত মহানাম যজ্ঞ অনুষ্ঠানে নব বিন্দাবনে অনুষ্ঠানের নাম কীর্তন শোনাবেন,, শ্রী শ্রী গোপাল কৃষ্ণ সম্প্রদায়-বরিশাল,/শ্রী শ্রী তারকনাথ সম্প্রদায়-বরিশাল শ্রী শ্রী নন্দগোপাল-পটুয়াখালী,/ শ্রী শ্রী পূর্ণিমা দেবী সম্প্রদায়-গোপালগঞ্জ/,শ্রী শ্রী সোনার গৌড় সুদর্শনে সম্প্রদায়-নীলফামারী/শ্রীশ্রী ভক্তের ভগবান-সম্প্রদায় কুমিল্লা।
এই ২৪প্রহর অনুষ্ঠানে দূরাগত ভক্তদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা রখা ছিল। আগামীকাল ১লা চৈত্র, ১৫ই মার্চ রোজ শনিবার প্রাতে নগর কীর্তন ও মহা নাম যজ্ঞের মধ্যে দিয়ে ২৪প্রহর ব্যাপী ১৭তম বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
ছবিঃ কচুয়া পৌরসভার কড়ইয়া সার্বজনীন হরি মন্দিরে শেষ রজনীতে মহানাম যজ্ঞ অনুষ্ঠান হাজারো ভক্তের সমাগমে বৃন্দাবন আসরের একাংশ।