দেশের জনপ্রিয় আলোচিত দৈনিক বাংলার অধিকার পত্রিকার সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রতিনিধি হিসেবে ইঞ্জিনিয়ার রুহুল আমিনকে নিয়োগ প্রধান করা হয়েছে। এ সময় তাকে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই এবং সার্ক জার্নালিস্ট ফোরাম সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউ এ এর সভাপতি সিরাজুল হক সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি শামসুর রহমান সোহেল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরয়ার উদ্দিন রনি সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ ফখর উদ্দিন মুন্নাসহ সাংবাদিক বৃন্দ। এ সময় দৈনিক বাংলার অধিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সার্ক সাংবাদিক ফেরামের দুবাইয়ের সহ-সভাপতি সাগর চন্দ্র স্বপন প্রতিনিধিকে আইডি কার্ড গলায় পরিয়ে বরণ করে নেন।