ঠাকুরগাঁওয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাব দ্বিতল ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলালউদ্দীন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর – দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলার সাবেক জেলা আমীর মোঃ আব্দুর রশিদ, বিশেষ অতিথি রংপুর – দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম,জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, ঠাকুরগাঁও শহর আমীর অধ্যক্ষ শামসুজ্জামান শাহ শামীম, ঠাকুরগাঁও জেলা জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি,ইমাম ওলামা পরিষদের সভাপতি ও জেলা কারাগার মসজিদের খতিব মাওলানা খলিলুল্লাহ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ঠাকুরগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তাজাবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সদর উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, প্রেস মিডিয়া কভারেজের দায়িত্বে অধ্যক্ষ শাহাজালালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ।