মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী মোঃ নূরুল ইসলাম মিলন এবং তার বন্ধুদের উদ্যোগে গ্রামের গরীব, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার দুপুরে বালিয়া দিঘীরপাড় মরহুম হাজী মো: ইব্রাহিম গাজী বাড়ির তাহেরা মঞ্জিল মাঠে এই বিতরন কাজ অনুষ্ঠিত হয় হয়।
এসময় ২ শতাধিকের অধিক পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিলো চিনি চিড়া, মুড়ি, ডাল, তেল পেঁয়াজ, আলু, খেজুর সহ ৯ প্রকারের খাদ্যপণ্য।
ইফতার সামগ্রী বিতরণ পূর্বক টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আমেরিকা প্রবাসী মোঃ নূরুল ইসলাম মিলন বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি এবং সিয়াম সাধনার মাস। এ মাসের এবাদত এবং দান-সদকা অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তাই আমাদের সবারই উচিত মহান আল্লাহর এবাদত বন্দেগীর পাশাপাশি নিজ এলাকার প্রতিবেশী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা লোক লজ্জায় কারো কাছে হাত পাততে পারেন না। এইসব অসচ্ছল দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো আমাদের এই চেষ্টা ।
তিনি আরো বলেন, প্রতিবছর আমার এলাকার নিম্ন মধ্যবিত্তদের পাশাপাশি গরিব অসহায় মানুষদের জন্য ইফতার বাজার দিয়ে থাকি। এবারও আমরা ২০০ এর অধিক পরিবারকে ইফতারের বাজার উপহার দিতে পেরেছি। আমার এই ক্ষুদ্র উদ্যোগে আমার অনেক প্রবাসী বন্ধু সহযোগিতা করেছেন। তাদেরসহ যারা এ উদ্যোগটি বাস্তবায়ন করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইফতার বিতরণ কার্যক্রম সমন্বয় করেন, আমেরিকা প্রবাসী মোঃ নূরুল ইসলাম মিলনের ভাই ইসমাইল হোসেন গাজী (তপন মেম্বার), মোঃ নজরুল ইসলাম, মোঃ ফয়সাল হাবিব (মামুন), ভগ্নিপতি মনসুর পাটোয়ারী, ভাতিজা জুয়েল গাজী,মো:মহসিন হোসেন, নূরে আলম।এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।