ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে মার্শাল আর্ট প্রশিক্ষণ 

প্রতিবেদক
majedur
মার্চ ১৩, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

 

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

মার্শাল আর্ট বা কারাতে, শুধু একটি খেলা নয়, বরং নারীর আত্মরক্ষার অন্যতম হাতিয়ার।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নান্দাইল যুব ফোরাম ও ঘাসফুলের আয়োজনে নান্দাইল এপি  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের  সহযোগীতায় নান্দাইলে কিশোরীদের আত্মরক্ষার কৌশল শেখাতে  নান্দাইল সমূর্ত্ত জাহান মহিলা কলেজ মাঠে গত ২৮ ফেব্রুয়ারি মার্শাল আর্ট ৩ মাস মেয়াদি  ৩০জনকে নিয়ে   প্রশিক্ষণ শুরু হয়েছে। যা সপ্তাহে শুক্র ও শনিবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

সমাজে নারীদের বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে নানা হেনস্তার মুখোমুখি হতে হয়। মার্শাল আর্ট জানা থাকলে নারী নিজেকে সহজে রক্ষা করতে পারে অনেক বৈরী পরিস্থিতি থেকে।

সমাজে বিভিন্ন ধরনের হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের জন্য কারাতে একটি অত্যন্ত কার্যকরী হাতিয়ার। কারাতে নারীদের নিজস্ব প্রতিরক্ষা গড়ে তুলতে সাহায্য করে।

পত্রিকার পাতা খুললে প্রায়স্ব ধর্ষণের খবর চোখে পড়ে। বোনের শশুর দ্বারা ধর্ষিত,বন্ধু সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষনের শিখার,চার বছর, আট বছর শিশু ধর্ষনেরর শিখার হচ্ছে।  বর্তমান সমাজে নারীর নিরাপত্তা দিন দিন কমে যাচ্ছে। প্রকৃত অর্থে, নারী আসলে কোথায় নিরাপদ–এ বিষয়ে আমরা কেউই জোর দিয়ে কিছু বলতে পারি না।  তাই  নারীর জন্য আত্মরক্ষার কৌশল শেখা একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় নারীর আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বাড়াতে কারাতে শেখার কোনো বিকল্প নেই।

প্রশিক্ষণরত শিক্ষার্থী নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী বলেন

আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ (মার্শাল আর্ট)

শেখার কারণে আমরা সাহসী হয়ে উঠেছি। এখন শুধু নিজেকে নয় অন্যদের রক্ষার মনোবল তৈরিতে কাজ করবো ।আমাদের স্বপ্ন আমরা নিজে এই জায়গা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে গ্রাম পর্যায়ে কিশোরীদেরকে শিখাবো, যেন তারা নিজেই নিজের আত্মরক্ষা করতে পারে।

প্রশিক্ষনার্থী আরজুন জান্নাত মাইদা বলেন  আত্মরক্ষা প্রশিক্ষণের একজন প্রশিক্ষণার্থী হিসেবে এটি আমার খুবই ভালো অভিজ্ঞতা। আমি মনে করি প্রত্যেক নারীর এই প্রশিক্ষণটি নেওয়া উচিত। এই আত্মরক্ষা প্রশিক্ষণের মধ্যেমে আমরা সতসাহসী হয়ে গড়ে উঠছি। এটি একটি শিক্ষা মূলক প্লাটফর্ম।

আমাদেরকে এতো সুন্দর একটি প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য নান্দাইল ঘাসফুল যুব ও শিশু ফোরাম এবং ওয়ার্ল্ড ভিশিন কে  ধন্যবাদ জানাই।

নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার  বলেন,

ঘাসফুল ও যুব ফোরাম উদ্যোগ নিয়েছে   ওয়ার্ল্ড ভিশন সহযোগিতা করছে, যেখানে ৩০ জন প্রশিক্ষণার্থী গ্রহন করছে।শিশু ও নারীদের সুরক্ষায় সবসময় ওয়ার্ল্ড ভিশন কাজ করে যাচ্ছে।

Don`t copy text!